আমি জানি;
আমার পৃথিবী ছেড়ে চলে গেছো বহুদূরে, রানী।
আসবে না আর কোনোদিনও ফিরে;
আমার পোড়া মন তবু জেগে রবে তোমার সব স্মৃতি নিয়ে তোমাকেই ঘিরে।
মৃত্যুর পরেও যেনো তোমার কথা মনে রাখি;
সেই সাধ আর স্বপ্ন নিয়ে বেঁচে রবো একাই একাকী।
নক্ষত্রের মতো;
আমার আকাশে সারা রাত জেগে থেকো তুমি অবিরত।
হারিয়ে যেয়ো তুমি পুনরায় ভোর হলে দিনের আলোকে;
যাকে খুশি তাকে নিয়ে থেকো মহাসুখে।
আবার রাত এলে জেগে উঠো আমার ভিতরে ;
কানে কানে কথা বলো সকলের অগোচরে।
মৃত্যুর পরে
পড়ে রবো অন্ধকার গুহার ভিতরে;
হাজার লক্ষ বছর কেটে যাবে
এভাবে।
হঠাৎ একদিন দূর থেকে আমার কঙ্কাল খুঁজে পাবে তোমার আলোকশিখা;
তুমি এসে আমার বুকের মধ্যখানে রক্ত ঢেলে লিখে দেবে প্রেমের লিপিকা।
সেই দিন আমার কঙ্কালও তোমার ভালোবাসা পাবে;
আজকের এই আমি আর সেই আমি, এই তুমি আর সেদিনের সেই তুমি মিলেমিশে একাকার হয়ে যাবে।
রচনাকাল: ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫।