নীতিহীন রাজনীতি দেশ জুড়ে চলছে;
বাস-ট্রাক-রেলগাড়ি রাজপথে জ্বলছে।
'ক্ষমতার কাছে থাকা' লোকে টাকা লুটছে;
'ক্ষমতার মোহে থাকা' লোকজন ছুটছে!
'আরও খাই, আরও চাই' নীতিওলা গিলছে;
'নাই নাই, কোথা পাই', না-খাওয়ারা মিলছে।
'ডামি আর আমি আছি', নেতা ডেকে বলছে;
'যেই লাউ সেই কদু', একই 'খোল্-নলচে'!
সময়ের ঘোড়া দ্রুত ঘোরাপথে ঘুরছে;
চোরাগলি-চোরাপথে চোরা ঢিল ছুড়ছে।
চোকিদারে ঘাটে বসে কষে ঢেউ গুনছে;
জনতার হাহাকার কজনে বা শুনছে!
রচনাকাল: ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৩।