নিজেকে নিয়েই তুমি মগ্ন যদি থাক';
আমাকে কেন তবে মাঝ রাতে ডাক'?

যখন ঘুমিয়ে থাকে সমস্ত শহর;
নির্ঘুম আমি, কাটে কঠিন প্রহর।
ডাক' যদি দরজাটা বন্ধ কেন রাখ'?

রচনাকাল: ঢাকা, ৯ অক্টোবর ২০১৮