নেকাব টেনে মুখ লুকালে, ঠিকরে এলো চোখের আলো;
ছন্দ তোলে হাঁটলে যখন, পথে পথে ফুল ঝরালো।

এই যে তোমার লুকিয়ে থাকা;
অন্ধকারের আড়াল রাখা;
তাও কেমনে আমার চোখের কোণে কোণে রঙ ছড়ালো।

রচনাকাল: ঢাকা, ১২ মার্চ ২০২৫।