একটা মেয়ে কদিন থেকে করছে জ্বালাতন;
'ভালোবাসি' বলতে হবে, ধনুকভাঙা পণ।
যখনতখন বলছে আমায়,'তুমি আমার জান্।'
চুপ থাকি, তাই কথায় কথায় ঝরায় অভিমান।
বলি আমি, 'বোকা মেয়ে, আমার বয়স আশি';
কথা শুনে গাল বেয়ে তার গড়িয়ে পড়ে হাসি।
বলে আমায়,' কি আসে যায়, আমার বয়স ষোলো;
দাদু, তুমি আমার গলা জড়িয়ে ধরে ঝুলো।'
'দাদু' ডাকএ সাহস পেলাম, নামলো কালাজ্বর;
নাতনি এবার আমার কাঁধে করতে পারে ভর।
দাদু এখন নাতনিটাকে ভীষণ ভালোবাসে;
নাতনি নাচে, দেখে দাদু হাঃ হাঃ করে হাসে।
রচনাকাল: ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২০