যার হয়, তার একদিনেই হয়।
যার হয় না, তার সারা জীবনেও হয় না।

আমার কিছুই হলো না।
না প্রেম, না সংসার।

রচনাকাল: ঢাকা, ৩১ ডিসেম্বর ২০১৯।