জীবন হেরে যায় জীবনের কাছে;
শরীরের কাছেই শরীর পরাজিত।

আবেগ বেঁচে রয় জীবনভর;
আবেগই জীবন।

মন বেঁচে থাক দুঃখ অথবা সুখে;
বেঁচে থাক আবেগের রোশনাই।

রচনাকাল: ঢাকা, ১০ অক্টোবর ২০২০