তোমার আমার মিলন হবে ধরলা নদীর পাড়ে;
হাসবো আমি হাসবে তুমি মিলন-অভিসারে।

নদীর জলে পা ডুবাবো;
ডুব সাঁতারে রত্ন পাবো;
হংস-হংসী ভাসবো সুখে সেই অকূল পাথারে।

রচনাকাল: ঢাকা, ০৫ জানুয়ারি ২০১৯।