লাল সূর্যও আঁধারে হারায়;
অমাবস্যার রাতে।
আবার পরদিন ফিরে আসে;
স্বাভাবিক নিয়মে।
কিন্তু কখনো ফিরে না সূর্য;
যদি ঢুকে যায় ব্ল্যাক হোলে।
যে অন্ধকূপে পড়ে যায়;
সে চিরতরে হারিয়ে যায়।
ফিরে না কখনো আগের রূপে;
আগের জায়গায়।
অযথাই বাগাড়ম্বর তোমার;
মিছেই আশাবাদ!
রচনাকাল: ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪।