মানুষ মেরে দুহাত পাকান অমানুষ বীরদর্পে;
কাজ না করেও মাসের শেষে নেতায় বলেন,' কর্ পে।'

ময়লা ঘাটেন ধাঙরে;
রক্ত চাটেন হাঙরে;
বিষযুক্ত দাঁতের কামড় নিত্য বসান সর্পে।

রচনাকাল: ঢাকা, ১২ মে ২০২১।