সমাজ নষ্ট করে কিছু দুষ্ট লোক;
লবন ছিটালে মরে রক্তচোষা জোঁক।

লেজে পাও দাও যদি, খাবেই ছোবল;
সেই সাপ ধরে ওঝা, জানে কৌশল।

সত্য বাঁচাতে ছাড়ো মিথ্যার বেসাতি;
সমাজ বাঁচাতে হও সকলের সাথী।

সভ্যতা আসে নি, জেনো, যাদুটোনা করে;
জ্ঞানের সাধনা করো প্রতি ঘরে ঘরে।

রচনাকাল: ঢাকা, ১১ অক্টোবর ২০২০