জনসেবা করে কতো পায় হাততালি;
তলে তলে লুটপাট, ব্যাংক করে খালি।
'আইন ফাইন', বলে টক শো'তে হেসে;
একদিন হুট করে যায় তারা ফেঁসে।
ধারে নাকো ধার কোনো আইনী ধারার;
ধামাচাপা দিয়ে তারা পেতে চায় পার।
চেয়ে দেখে চারদিকে, কেউ নেই সাথে;
পুলিশ আর পাবলিক, হাতকড়া হাতে।
বড় ভাই, ছোট ভাই, লিডার কোথায়!
জেলে বসে কাঁদে আর করে হায় হায়।
রচনাকাল: ঢাকা, ১৮ জুলাই ২০২০