আয়নামতি জলসাঘরে ঘুঙুর পায়ে নাচে;
কাছের মানুষ দূরের মানুষ সবাই আসে কাছে।
আয়নামতির রঙিন চোখে যারাই হতচ্ছাড়া;
আয়নাঘরে অন্ধকারে আয়না দেখে তারা।

রাতের বেলা আমজনতার আম খেয়ে যায় ফেউ;
ভুতুম পেঁচা একাই দেখে, দেখে না আর কেউ।
বিড়াল বলে,'মাছ ভি খাবো, আমার কিছু চাই';
শাকের নীচে মাছ লুকিয়ে বানর বলে,'নাই'।

গাই-বলদে জাবর কাটে, পাঠায় চিবায় ঘাস;
দুই বগলে কিতাব নিয়ে প্যাঁ-প্যাঁক করে হাঁস।
খেকঁশিয়ালে খোয়াড় ভেঙে মুরগি করে চুরি;
চৌকিদারে গোঁফ নাড়িয়ে দেখায় বাহাদুরি।

চুটকি বলে পুটকি মরা শুটকি খাওয়া 'মেও';
নামতা পড়ে সিন্দবাদের কলসি ভাঙা 'দেও'।
'হেন করেঙ্গা তেন করেঙ্গা' লাফায় কুয়োর ব্যাঙ;
কুকুর পালায় লেজ গুটিয়ে, ছাগল ভাঙে ঠ্যাঙ।

রচনাকাল: ঢাকা, ০৬ আগস্ট ২০২৪।