অমাবস্যার কালো রাত;
দুর্বল নক্ষত্রের আলো।
কোনো এক বাগানবাড়ি;
ভিতরে আলোর রোশনাই।
এস্রাজের সুর ভেসে আসে;
নুপুরের রিনিঝিনি।
সুরেলা নারী কন্ঠে সুললিত গান।
বাইরে জ্বলজ্বল করছে দুটো চোখ।
ঠাহর করতে পারি না কে ওখানে;
কুকুর না প্রেমিক!
রচনাকাল: ঢাকা, ০১ নভেম্বর ২০১৯