আমড়া গাছের ঢেঁকি এখন স্বর্গে 'বারা' ভানে;
হিমালয়ের বরফ গলে আমজনতার টানে।
হনুমানে ভাগ মিলাতে পরের কলা গিলে;
দিনদুপুরে বেহায়াদের কান নিয়ে যায় চিলে।
কাজীর গরু গোয়ালে নাই, খালের পাড়ে ঘুরে;
খালের পানি শুকিয়ে যায় গহীন গানের সুরে।
মাছি মারা কেরাণীদের লক্ষ কোটি টাকা;
নুন আনতে পান্তা ফুরায় কারো, পকেট ফাঁকা।
আয়নামতি আয়না ধরে দ্যাখে নিজের মুখ;
রঙ্গীন কাঁচের চশমা চোখে,বলে,'নাইচ লুক'।
ফেস পাউডার গালে ঘষে বুড়ি জোয়ান সাজে;
ধামরা ব্যাটা চ্যাটিং করে,মন বসে না কাজে।
যুগের হাওয়া বদলে গেছে, বদলে গেছে বোল;
চোর বাটপার সাধু সেজে বাজায় নিজের ঢোল।
টেকো মাথায় তেল মাখে না, বস্এর পায়ে ঢালে;
তেলেসমাতি কাজকারবার চলছে কলিকালে।
রচনাকাল: ঢাকা, ৯ জুলাই ২০২৪।