কবি তুমি চলেই গেলে, নেংটা রাজা রইলো বেঁচে;
কি আর পেলে সারা জীবন অন্ধকারে সাগর সেচে!
সেচলে পানি, আমজনতার কানেও দিলে কয়েক ফোঁটা;
দুধের সাথে আমসত্ত্ব খেলো রাজা, শুনলে খোটা।

আমের আঁটি ফেললো দূরে মাটির উপর, তবুও ভালো;
সেই আঁটিতে বর্ষাকালে নতুন পাতার গাছ গজালো।
গাছ গজানো সেই আঁটিতে রাখাল বেটা বানায় বাঁশি;
নেংটা রাজা আমদুধ খায়, আনন্দে দেয় অট্টহাসি।

নেংটা রাজার লজ্জা তো নেই, নেচে বেড়ায় তা ধিন ধিন;
তুমি কবি লিখেই গেলে, লিখেই গেলে  রাত্রিদিন।
রাখাল বেটা বাজায় বাঁশি, আমের আঁটির মোহনবাঁশি;
তোমার কাব্যকথাই শোনে আমজনতা শ্রমিক চাষী!

রচনাকাল: ঢাকা, ২২ এপ্রিল ২০২১।