চারদিকে হানাহানি খুন ধর্ষণ;
চাঁদাবাজী, সন্ত্রাস দিনে কিংবা রাতে।
লোভের শিখা জ্বলে মননে মস্তিষ্কে ;
হাসিতে মুক্তো ঝরে, কৃতদাসের হাসি।

দেশপ্রেম মুখে মুখে;
প্রমাণ মিলে না।
প্রতিবাদে প্রতিরোধে জীবনের ক্ষয়;
রক্তের বিনিময়ে মিলে প্রহসন।

এ কেমন জনপদ;
বাকরুদ্ধ শোকে।
পিছনে ছুটে শুধু;
পৃথিবী আগায়।

আশা জাগানিয়া আলো নিমেষে হারায়;
অন্ধকারে বাকরুদ্ধ মানবাত্মা কাঁদে।
কবে হবে আত্মা শুদ্ধ;
পরিশুদ্ধ জাতি!

রচনাকাল: ঢাকা, ২৬ ফেব্রুয়ারী ২০২৫।