কিছু সত্যি আছে বিধ্বংসী মিথ্যের চেয়েও বেশি ভয়ংকর;
গাভীর দুধের তুলতুলে মাখনও হতে পারে শক্ত শ্বেতপাথর।
মানুষও সহজেই নৃশংস হতে পারে ক্ষুধার্ত নেকড়ের চেয়েও;
রাক্ষুসীর মতোনও হতে পারে পরীর মতোন প্রাণবন্ত মেয়েও।
পৃথিবীর আলোকণাও ডুবে যেতে পারে চিরতরে অনন্ত আঁধারে;
জীবনও থেমে যেতে পারে অকস্মাৎ মৃত্যুর সন্ধিক্ষণে এসে একেবারে।
রচনাকাল: ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২১।