কে তুমি, কি তোমার পরিচয়;
অন্তরের অন্তরীক্ষে গড়েছো বসত!
কোন্ কালে কোন্ মাহেন্দ্রক্ষণে;
জন্মেছিলে তুমি এক বদ্বীপ শহরে!
আজ সমগ্র পৃথিবী সাম্রাজ্য তোমার ;
বসে আছো লক্ষ হৃদয়ের স্বর্ণ সিংহাসনে।
আমি খাপছাড়া হতচ্ছাড়া তুচ্ছ এক ক্ষ্যাপা ;
তবুও তোমার ধ্যানে মগ্ন নিশিদিন।
স্রোতোস্বিনী নদীর মতোই তুমি একদিন;
স্থির হবে কোনো এক সমুদ্রের সঙ্গমস্থলে।
পিপাসার্ত তীর্থের কাক আমিও হারিয়ে যাবো;
প্রাণের সমস্ত আকুলতা হারাবে নীরবে।
তোমার চলার পথে আমার পায়ের চিহ্ন রয়ে যাবে, জানি;
আসমুদ্রহিমাচলে দিকচক্রবালে।
তোমার জন্মদিনের ফুলেল উৎসবে;
থাকবো না কোনোদিনও, সেও আমি জানি।
রচনাকাল: ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৪।