অপলক চোখে দেখেছি তোমাকে;
খুঁজিনি ডিপ ক্লিভেজ।
এখন দেখাও ঊরু-নিতম্ব;
বই খুলে সব পেজ্।
নাভিমূল দেখি ছুঁয়ে ছুঁয়ে;
খুঁজি ত্রিভুজে গভীর খাঁজ।
উষ্ণতা পাই ঠোঁটের প্রান্তে;
বুকে খুঁজি কারুকাজ!
দাও সবকিছু উদোম শরীরে;
যতো কিছু আছে ঠাসা।
বাঁধো না কেবল মায়ার বাঁধনে;
দাও না তো ভালোবাসা।
প্রেম নেই, নেই হৃদয়ের টান;
কেবলই শরীর চাখা।
আমার দু'চোখ তৃষ্ণাকাতর;
নীলাকাশ মেঘে ঢাকা।
রচনাকাল: ঢাকা, ০৯ জানুয়ারি ২০২১