নিমিষে তলিয়ে যাবে জীবনের বাঁধ;
অতলে হারিয়ে যাবে অন্তহীন সাধ।

স্থির হয়ে পড়ে রবে মস্তিষ্কের স্নায়ু;
সময়ের স্রোতে ভেসে যাবে পরমায়ু।

নাকের ছিদ্রপথে থাকবে না শ্বাস;
কীটের করালগ্রাসে হাড়মাংস নাশ।

রয়ে যাবে পদচিহ্ন ধুলিকণাস্তরে;
ভালোমন্দ কীর্তি রয়ে যাবে থরে থরে।

মৃত্যুর পরে পাবে সঠিক ফসল;
সম্মান বা অসম্মানে ভরা কর্মফল।

রচনাকাল: ঢাকা, ০৪ জুলাই ২০২০