কারচুপি চুপি চুপি ভোটে গলা কাটে;
কারচুপি করা জামা পরে লোকে হাঁটে।

কারচুপি ওজনেও;
কারচুপি ভোজনেও;
কারচুপি সুজনেও বুকে-পিঠে সাঁটে।

রচনাকাল: ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৩।