আমজনতার লাভের গুড় লাল পিঁপড়ায় চাটে;
আশালতার লতাপাতা মাজরাপোকায় কাটে।

গর্তে লুকায় কাল নাগিনী;
মুখে বলে,'কাল ভাগিনি।
কাছাকাছিই আছি আমি, ধরবো পেলে বাটে।'

রচনাকাল: ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৪।