কাইল্যা কাউয়ার 'ডাক' ভালা না, চামচারা কয়,'চমৎকার';
সকালবিকাল দিবারাত্রি করছে নিত্য সে 'চিৎকার'।
মানী লোকের মাথায় হাঁগে, বড়ই বেশি ঝাঁজ গলায়;
রাইতের বেলায় কোথায় থাকে, ডাস্টবিনে না গাছতলায়!
গাছের ডালে বইসা কাওয়া চান্দাবাজির মাল গোনে;
কোকিল আইসা কাওয়ার বাসায় ডিম পাইড়া যায় ফাল্গুনে।
'বাবা, সোনা' বইলা কাউয়া 'তাও' দিয়া যায় সেই ডিমে;
কোকিল ডাকে 'কুউউ-কুউউ', ব্যায়াম করে রোজ 'জিম'এ।
পঁচাগলা ময়লা খাইয়া কাওয়া গিলে লাল পানি;
কাওয়ার ঘাড়ে বন্দুক রাইখা কোকিল করে মাস্তানি।
কাইল্যা কাওয়ার দিন ভালা না, রাতবিরাতে ভূতের ভয়;
মাইরের ডরে 'কাকা'ক্ ডাকে, মাইর কখনো জুতের হয়!
রচনাকাল: ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৪।