দেশপ্রেম তলানিতে, পশুপ্রেম বাড়ছেই;
ভূমিহীন ঘরে ঘরে, ধনী জমি কাড়ছেই।

ভুড়িওলা তুড়ি মারে, ভুখাদের পিঠে পেট;
অমানুষে ধমকায়, মানুষের মাথা হেঁট।

কলিকালে কলি ফোটে, প্রজাপতি মধু খায়;
কবিরা দেখে না চোখে; ভোমরায় চটকায়।

নীতিহীনে চারুবাক, কারুকাজে কচ্ছপ;
কাজ নেই কাম শুধু, লুটপাটে মচ্ছব।

ভেরেন্ডা বাজায় গুণী, মিথ্যের জয়গান;
জব্বর বলীখেলা, ভরামাঠ সুনসান।

ধোরা সাপে ফণা তোলে, জাত সাপ নির্বিষ;
কল্কিটা টেনে বলে, 'জয় বাবা রজনীশ।'

রচনাকাল: ঢাকা, ০৬ জুলাই ২০২১।