বারবার বাসা বাঁধি তোমারি বুকে;
ফিরে আসি কেঁদে হেসে দুখে কি সুখে।

তোমারি আঁচলে রাখি প্রেম ভালোবাসা;
তোমার চোখেই খুঁজি হৃদয়ের ভাষা।

তোমার কাছেই চাই জীবনের আলো;
আমার ভুবনে তুমি দ্বীপশিখা জ্বালো।

জীবনে মরণে তুমি কাছাকাছি থেকো;
জনম জনম ধরে হাতে হাত রেখো।

রচনাকাল: ঢাকা, ২৩ জুলাই ২০২০