ছাগল লাফায় খুঁটির জোরে;
খুঁটির মাটি কই!
বিড়াল উঠে ছিকার উপর;
ছিকার হাড়িত্ দই।
মাটি ভাইঙ্গা নিছে নদী;
ভাইস্যা গেছে খুঁটি।
ছাগল ভাসে বানের জলে;
পিঠে লাফায় পুঁটি।
ইঁদুর কাটে ছিকার বাঁধন;
ভাঙে দইয়ের হাড়ি।
ধপাস্ করে মাটিত্ পড়ে;
বিড়াল যমের বাড়ি।
রচনাকাল: ঢাকা, ১০ জানুয়ারি ২০২৫।