তোমার আর আমার মাঝে অদৃশ্য কোনো ছায়া;
আড়াল করেছে আমার দৃষ্টির সীমারেখা।
প্রেতপুরী অথবা ডাইনীর রাজ্য থেকে উড়ে এসে;
জুড়ে বসলো আমাদের দুজনের মধ্যিখানে কেউ।

আমি দেখতে পাই না তোমার হাসিমাখা মুখ;
তোমার হাতের সৌষ্ঠব, শরীরের অপরূপ কারুকাজ। 
তুমি কি দেখতে পাও আমাকে;
পড়তে পার আমার চোখের ভাষা!

হাজার লক্ষ বছরের এই পৃথিবীতে আগে কখনো এসেছিলাম আমি;
ভালো বেসেছিলাম তখনকার কোনো রমনীকে!
তার আত্মা এসে কি ভর করে আমার উপর;
তোমাকে হিংসা করেই কি এই অদ্ভুত পরিণতি করেছে আমার!

কিছুই জানি না আমি;
আমার অতীত যা কিছু তা শুধু এই জনমের।
যা কিছু অনুভূতি তোমাকে নিয়েই;
সমস্ত ভালোবাসা তোমাকে ঘিরেই।

আজ হোক কাল হোক;
তোমাকে দেখতে পাবো আবার।
এই বিশ্বাস রেখেই আমার পথচলা;
জীবন্ত হয়ে তু্মি আবার আমার চোখের কোণায় জেগে উঠবে একদিন।

রচনাকাল: ঢাকা, ১৯ মার্চ ২০২৫।