যাকে ভালোবাসি তার সব কিছু ভালো;
আঁধারের মাঝে সে তো ঝলমলে আলো।

তার বলা কথাগুলো হীরকের ফুল;
মেঘ-কালো ঢেউ তোলা তার এলোচুল।

প্রেম-ভালোবাসা তার মায়া ভরা চোখে;
ঝরনার ধারা যেনো পাহাড়ের বুকে।

রূপে গুণে তার চেয়ে কেউ সেরা নয়;
ভালোবেসে তাকে আমি দিয়েছি হৃদয়।

রচনাকাল: ঢাকা, ৩০ অক্টোবর ২০১৮।