আমজনতা গাছে চড়ে;
খায় কি না খায়, হুদাই মরে।

নদীর মাছ সাগরে যায়;
জাইল্যা খালে জাল ক্ষেপায়।

চেলা-পুঁটির সর্বনাশ;
রুই-কাতলার স্বর্গবাস।

মামুরা খায় ছিকার দই;
সবাই সমান হইলো কই!

রচনাকাল: ঢাকা, ০২ অক্টোবর ২০২৪।