মনের গহীনে যে ছবি বাসা বেঁধে আছে
কি করে আমি মুছে ফেলি তাকে!
ছবির আড়ালে থাকে কোন্ সোনামুখ;
কি করে ডাকি তাকে হতচ্ছাড়া আমি!
পুতুলনাচের সুতো যার আঙুলে বাঁধা
কেউ না, কেউ না, সে কেউ না আমার।
আমি ওই পুতুলের নাচ দেখি শুধু;
আর নেচে চলি বিরামহীন ক্লান্তিবিহীন।
রচনাকাল: ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২১