কম বয়সে স্বপ্নে উড়ে শরীর-মনের ইচ্ছে;
ট্র্যাপে ফেলে দুর্জনেরা ছড়ায় নানান কিচ্ছে।
শেষ বয়সেও অনেক জনের থাকে অনেক তেষ্টা;
তাদের ফেলেও 'হানি ট্র্যাপ'এ, মাল কামানোর চেষ্টা।

বিউটি কুইন লেডি মডেল হঠাৎ এসে ফুঁসলায়;
গায়ের সাথে গা লাগিয়ে মুখে লেবেনচুস খায়।
লেডি কিলার পরে এসে বলে,' চান্দু, মাল দাও;
না হলে সব ফাঁস হবে তো, যতোই তুমি গাল দাও।'

হানি ট্র্যাপে অনেক মানুষ সব হারিয়ে নিঃস্ব;
'সুগার ড্যাডি'র খেতাব নিয়ে কাঁপায় সারা বিশ্ব।
ভয়ে থাকি কখন জানি আমার দু পা পিছলায়;
ফেসবুকে আর নানান খানে 'এআই' এসে কিস্ খায়!

রচনাকাল: ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫।