'হাতি মারা কল
বানাইছে বলে একখান;
দেখে আসি চল্।'
ইন্দুরেরা কয়,' কামান!
আমরা তো বাঁচলাম, ভাইজান।'
রচনাকাল: ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২০
( তানকা সিরিজ- ৫)
(এ সমাজে কে যে হাতি আর কে যে ইঁদুর!
কে কাকে ফাঁসায় আর কাকে হাসায়, কে জানে!)
পুনশ্চ : এটি জাপানের ঐতিহ্যবাহী 'তানকা' কবিতার রীতি মেনে লেখা; ৫/৭/৫/৭/৭ সিলেবল্ বা মাত্রায়। সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ এক লাইনের কবিতা ( পাঁচ লাইনেও লেখা যায় ) এই 'তানকা' কবিগুরুও লিখেছিলেন। বাংলা সাহিত্যে অনেক আগে থেকেই তানকা কবিতা বিদ্যমান কিন্তু বহুল চর্চিত বা প্রচারিত নয়।)