ঘরের কার্নিসে বাগানবিলাস;
করিডোরে লতানো অলকানন্দা।
সামনে গগনবিহারী গগনশিরীষ;
পাশেই ছোট্ট ঘাসফুল।
কিংবা ফুটে থাকা গোলাপ টগর বকুল;
হাসনাহেনা রজনীগন্ধা।
সবই তো আমার দুচোখ জুড়ানো;
প্রাণের স্পন্দন।

মেঠোপথের পাশে অনাদরে বেড়ে উঠা বৈচিফুল;
আমার নজর কাড়ে।
অর্কিড ঝুলে থাকে বুনো আমগাছের ডালে;
বিস্ময় ভরা চোখে দেখি।

সমস্ত ফুলের মাঝে তোমার প্রতিচ্ছবি দেখি;
মমতার তাজমহল গড়ে উঠে আমার হৃদয়ের কোণে।
ঝড়োহাওয়া কখনো কখনো তছনছ করে দেয় সাজানো বাগান;
কাশফুল নুয়ে পড়ে প্রচণ্ড বাতাসে।
আমার হৃদয় ভাঙে;
হারিয়ে যাও তুমি।

রচনাকাল: ১০ নভেম্বর ২০২৪।