অভয় পেতে ভয়কে করি জয়;
জীবন পেতে জীবন হলো ক্ষয়।

দূরকে কাছে পেতে;
দূরের কাছে যেতে;
নিজের ছায়াই অনেক দূরে রয়।

রচনাকাল: ঢাকা, ২১ জুলাই ২০২১।