দুইটা ঘোড়া ডিগবাজি দেয়, শিংএ লাগায় শিং;
লেজ উঁচিয়ে ঘোড়ি লাফায়, কে হবে তার কিং!
আজ রেফারি শিয়াল মামা, ভেরি নাইচ লুক;
'হুক্কা হুয়া', বলেই মামা হুইসেলে দেয় ফুঁক।
বাঁশির ফুঁকে ঘোড়া দুটোই লাফ দিয়ে হয় খাড়া;
চোখাচোখি হতেই ঘোড়ি পাছাতে দেয় নাড়া।
'চি হি চি হি চি হি চি হি,' উভয় ঘোড়ায় হাঁকে;
ভয় পেয়ে চিৎপটাং হয়ে ঘোড়ি কাঁপতে থাকে।
উল্টো রথে ঘুরছে ঘোড়া, রক্ত জমে হিম;
শুয়ে শুয়েই ঘোড়ি পাড়ে বিরাট অশ্ব-ডিম।
তাই না দেখে আমজনতা হাততালি দেয় জোরে;
আর ওদিকে দিনদুপুরে হাঁস নিয়ে যায় চোরে।
রচনাকাল: ঢাকা, ০৫ এপ্রিল ২০২৫।