হযবরল
- শফিকুল ইসলাম বাদল
(১)
পড়লো মাথায় পাকা বেল;
ছিঃ, নেই বুঝি আক্কেল!
কোন্ নেড়া গাছতলায়
বারেবারে নিজেই যায়!
(২)
অন্ধকারে মারছো ঢেল;
ইট মারলে তো পাটকেল
খাবেই খাবে সোনাভান
পিতলা ঘুঘু সোনার চাঁন।
(৩)
তেলোমাথায় মাখো তেল;
দুর্বলেরে দেখাও খেল্।
মারছো যাকে ঝাঁটার বাড়ি;
ভরা হাটে সে ভাঙবে হাড়ি।
রচনাকাল: ঢাকা, ০৭ মে ২০২১।