ইঁদুর বেঁধেছে বাসা ধানক্ষেতে;
মাটিতে গর্ত খুঁড়ে গড়েছে প্রাসাদ।
সোনালী ধানের শীষ করেছে মজুদ;
আরামে বসে খাবে সারাটা বছর!

ইঁদুরের সে প্রাসাদে ঢুকে যায় সাপ;
ওম দেয় ধানশীষের গুছানো বৃত্তে।
ক্ষুধার্ত ইঁদুর থাকে ভয়ে ভয়ে;
ছুঁয়েও দেখে না সেই ধান।

গৃহস্থ তুমিও থেকো সাবধানে;
ঢুকিয়ে দিও না হাত গর্তের মুখে।
কোদাল-শাবল চালাও;
তছনছ করে দাও ইঁদুরের প্রাসাদ।

রচনাকাল: ঢাকা, ০৪ নভেম্বর ২০২০