গোতা. রাজাপাকসে দেশ ছেড়ে ভাগছে;
লেজকাটা শেয়ালের মতো তাকে লাগছে।

জনমনে দাগা, ভাই;
ভাগা ছাড়া পথ নাই;
রাজা ভাবা নেতাদের মনে ভয় জাগছে।

রচনাকাল: ঢাকা, ১৩ জুলাই ২০২২।