গরুচোরের বদনামিটা ভাঙবে এবার, বুঝতেছে ঠিক;
দিন চলে যায়, ঘড়ির কাঁটা বলতে থাকে টিক টিক-ই টিক।
উন্নয়নের জোয়ারে আজ ভাসছে জাতি, ভাসতেছে দেশ;
গরু-গাভী লালনপালন দেশের মানুষ শিখতেছে বেশ।
তাইতো এবার চুরি ছেড়ে ডাকাত দলেই নাম লেখালো;
গায়ের জোরে গরু লুটেই বাহুবলির বল দেখালো।
বার্মা থেকে মগরা এসে লুটতো বাজার, ঘরবসতি;
দেশের লোকও লুটছে এখন, আমজনতার হচ্ছে ক্ষতি।
রচনাকাল: ঢাকা, ২৪ জানুয়ারি ২০২২।