সমাজটাকে নষ্ট করে দেশ চালাতো স্বৈরাচার;
প্রতিবাদে প্রতিরোধে লেজ গুটিয়ে পগার পার।
চামচারা সব গর্তে ঢুকে, কেউবা ঢুকে  জেলখানায়;
কেউবা আবার দূরে বসে কালো টাকায় ক্ষুর শানায়।

স্বজনহারার চোখে মুখে সব হারানোর দুঃখ-শোক;
টঙ্কা খেয়ে লঙ্কাকান্ড ভুলেই গেছে অনেক লোক।
অঙ্গহারা বিপ্লবীদের সঙ্গ ছেড়ে যাচ্ছে কই;
তাদের সাথে হাত মিলিয়ে বর্ণচোরা হাসছে ওই।

মাঞ্জা ভাঙা ছাগল দিয়ে নোবেলজয়ীর জমিন চাষ;
এই ছাগলেই ক্ষেত খাবে আর সবার হবে সর্বনাশ।
বুঝতে যদি না পারে তো কোচের ছুরি কাটবে কোচ;
কোনো কিছু বুঝার আগেই গলায় দেবে লম্বা পোচ।

রক্ত ঢালা অনেক হলো, অনেক হলো জীবন ক্ষয়;
আর ঘুমে নয়, জাগতে হবে, জনগণের হবেই জয়।
ঘুমপাড়ানি মাসীপিসির গল্পকথা ঝোলায় থাক;
আবু সাইদ নূর হোসেনের গণতন্ত্র মুক্তি পাক।

রচনাকাল: ঢাকা, ১৫ নভেম্বর ২০২৪।