কী আর বলি, কীইবা করি আশা;
বিপদ শুধু করছে যাওয়া-আসা।

খাটের নীচে, আমার ঘরে;
নেংটি ইঁদুর গর্ত করে;
সেই গর্তে গোখরো সাপের বাসা।

রচনাকাল: ঢাকা, ০২ নভেম্বর ২০২৪।