খাই খাই,খাই খাই;
কোথা যাই, কোথা যাই!
দুধ-ভাত, বেড়ে দে না;
গদি ছাড়্, ছেড়ে দে না।
চলে গেছে দাগী চোরা;
কোথা থেকে এলি তোরা!
ওই গদি আমাদের;
ভাই-চাচা-মামাদের।
চলে যা না, চলে যা না;
ঝাড়-ফুঁকে গলে যা না।
উড়ে যা না, উড়ে যা না;
দূরে যা না, দূরে যা না।
ঘুটা দেবো, দেবো চাল;
কতো ধানে কতো চাল।
হি হি হি হি, হা হা হা হা;
উহু উহু, আহা আহা।
পেটে ক্ষুধা, খাবো খানা;
তাড়াতাড়ি চলে যা না।
গদি ছাড়্, দে না ছেড়ে;
না দিবি তো নেবো কেড়ে।
রচনাকাল: ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৫।