খোঁটা দেবে, মাথামোটা বলে কতো চটাবে;
পটলের ঝোল রেঁধে, জানি, পরে পটাবে।

হাসি হাসি মুখ করে মসকরা করে যাও;
তবুও সময় মতো সব কাজ করে দাও।

তুমি একা সংসারে ঠেলাগাড়ি সামলাও;
যতো জ্বালা-যন্ত্রণা সবকিছু সয়ে যাও।

আমি ছাড়া সংসারে সঙ আর নাই ঠিক;
জংধরা লৌহের মতো করি চিকমিক।

তবুও আমাকে ছাড়া একা পথে হাঁটো নাই;
আমার চাইতে তুমি কম কিছু খাটো নাই।

সংসারে তুমি ব্যাট, আমি বল, ব্যাড বয়;
'জয় হোক, জয় হোক, গিন্নির হোক জয়।'

রচনাকাল: ঢাকা, ১৯ জুলাই ২০২১।