ঘুষটুষ নাই ভাই এই দেশে;
উপরি নেই কিছু ভালোবেসে।

কিছু পেতে মন চায়;
দেন যার আছে দায়;
খোঁচা কেনো দেন ঘা'য়, যাই ফেঁসে।

রচনাকাল: ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩।