ঘুমটা যদি আলু-পটল হতো;
খাওয়ার জিনিস, খেতাম ইচ্ছেমতো।
ব্যাকপকেটে রাখা টাকার ব্যাগ;
নতুন কেনা গয়নাগাটির ট্যাগ।
কিংবা বাটন মোবাইল ফোনের সেটে;
টিপেই যেতাম স্বপ্নপুরী হেঁটে।
কোথায় থাকে ঘুমের আলসে বুড়ি;
দিতাম নাহয় টাকা হাজার কুড়ি।
ঘুমাতে চাই ইচ্ছেমতোন রাতে;
রাজকন্যা নাই বা থাকুক সাথে।
ঘুমটা শুধু একটু আসুক চোখে;
ঘুমকাতুরে বলুক নাহয় লোকে।
ঘুমের বাড়ি কোন্ সুদূরের পাড়ে;
ভূতের মতো জড়িয়ে ধরুক ঘাড়ে।
শুয়ে শুয়ে ঘুমকে ডাকা মিছে;
ভাল্লাগে না ছুটতে ঘুমের পিছে।
রচনাকাল: ঢাকা, ০৬ এপ্রিল ২০২২।