বইয়ের পাতার মতো পড়া হয়ে গেছে তার আদ্যোপান্ত;
কখনোবা হয়ে গেছি ক্লান্ত।
ছুঁয়ে গেছি হারমোনিয়ামের প্রতিটি ঘাট;
তবুও খুলেনি সুরের বদ্ধ কপাট।
বহুদিন হলো একসাথে পথচলা, হলো ঘানি টানা;
তার মনের গতিবিধি আজও হলো না জানা।
এরই নাম সংসার;
সঙ সেজে শুধু সময়ের বন্দর হয়ে গেছি পার।
রচনাকাল: ঢাকা, ১১ মে ২০২০