একটা পাখি ব্যথায় কাতরায় ;
বদ্ধ খাঁচায় ডানা ঝাপটায়।
সেদিনও মুক্ত ছিলো সে পাখি;
উড়েছে দল বেঁধে কিংবা একাকী।

রচনাকাল: ঢাকা, ১০ মে ২০২১।