প্রথম পরিচয় কবিতার আসরে;
তারপর ফেসবুকে আমন্ত্রণ।
পরস্পরের সম্মতি;
সম্পর্কের পালাবদল।
তারপর পেরিয়ে গেছে ছটি বছর;
অনেক কথা।
অনেক ভালো লাগার গল্প;
অনেক 'লাভ সাইন'।
মুখোমুখি দেখাও হলো আরেকবার;
একান্তে চাইনীজ রেস্টুরেন্টে।
তারপর কী হলো?
কিছুই হলো না।
অনেক কিছুই হতে পারতো;
হলো না।
হবেও না কোনোদিন;
দুই বৃন্তে ফুটে থাকা দুটো ফুল।
তবুও স্মৃতি রোমন্থন;
মধুর স্মৃতি রোমন্থন!
রচনাকাল: ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫।