দুষ্ট গরু দূর করে দাও, শূন্য গোয়াল ভালো;
আবর্জনা দাও পুড়িয়ে, তীব্র আগুন জ্বালো।

যে-ই সূর্য দু'চোখ পুড়ায়;
থাক্ না যতোই আকাশ-চূড়ায়;
অন্ধকারে দাও ঢেকে দাও সেই সূর্যের আলো।

রচনাকাল: ঢাকা, ২৩ অক্টোবর ২০২৪।